ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে মাত্র ৮% কোম্পানির দর বৃদ্ধি

২০২৩ আগস্ট ০৭ ১৭:২৮:০৩
ডিএসইতে মাত্র ৮% কোম্পানির দর বৃদ্ধি

গত কয়েকদিন ধরে টানা পতনে রয়েছে দেশের শেয়ারবাজার। এতে করে বিনিয়োগকারীদের প্রতিনিয়ত বিনিয়োগের পরিমাণ কমে আসছে। যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরী করেছে।

সোমবার (০৭ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩০০ পয়েন্টের নিচে। এর আগে রবিবার ১৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৩ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৪৬৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ৪১৭ কোটি ৬৪ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৫০ কোটি ৮৬ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৮টি বা ৮.৩৩ শতাংশের। আর দর কমেছে ১৪২টি বা ৪২.২৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৬টি বা ৪৯.৪০ শতাংশের।

সোমবার ডিএসইতে সোনালি পেপারের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্সের ২৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৭১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে ফু-ওয়াং ফুড।

অপরদিকে সিএসইতে সোমবার ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৫৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬২৪ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে