ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে সূচক বাড়লেও ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০২৩ আগস্ট ০৮ ১৯:৩৩:১৮
ডিএসইতে সূচক বাড়লেও ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

গত কয়েকদিন ধরে টানা পতন থেকে মঙ্গলবার (০৮ আগস্ট) বেরিয়ে আসে দেশের শেয়ারবাজার। এদিন মূল্যসূচক বেড়েছে। তবে কয়েকদিনের লেনদেনে নিম্ন প্রবণতা আজও অব্যাহত ছিল। যা গত ৪ মাসের সর্বনিম্ন অবস্থায় নিয়ে গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩১৬ পয়েন্টে। এর আগে সোমবার ১৬ পয়েন্ট, রবিবার ১৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৩ পয়েন্ট কমেছিল।

মঙ্গলবার ডিএসইতে ৩৮৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ৪ মাস ৯ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ মার্চ আজকের চেয়ে কম বা ৩৮২ কোটি টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১০টি বা ৩২.৬৪ শতাংশের। আর দর কমেছে ৫২টি বা ১৫.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৫টি বা ৫১.৯৩ শতাংশের।

মঙ্গলবার ডিএসইতে সী পার্লের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্সের ২৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৭২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে নেমেছে সোনালি পেপার।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ৩৮টির এবং পরিবর্তন হয়নি ৬২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৬৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে