ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইতে কারিগরি ত্রুটির কারণ উদঘাটনে দুই কমিটি

২০২৩ আগস্ট ০৮ ১৯:৪২:১১
ডিএসইতে কারিগরি ত্রুটির কারণ উদঘাটনে দুই কমিটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার শেয়ার লেনদেন নিষ্পত্তিতে জটিলতার কারণ উদঘাটনে দুটি কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসই কর্তৃপক্ষ।

কমিটি দুটি কারিগরি ত্রুটির কারণ খুঁজে বের করার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দায় থাকলে তা চিহ্নিত করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নিয়ে সুপারিশ দেবে।

সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসইতে লেনদেন স্বাভাবিকভাবে হলেও নিয়ম অনুযায়ী লেনদেন নিষ্পত্তি করা যাচ্ছিল না। সেই জটিলতা কাটিয়ে লেনদেন নিষ্পত্তি শেষ হতে হতে পরদিন ভোর হয়ে যায়।

এ কাজে ব্যবহৃত ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সফটওয়্যার) ও ফ্লেক্সট্রেড সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে সেদিন লেনদেন নিষ্পত্তিতে বিলম্ব হয় বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় ডিএসই।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, “বিএসইসির সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কার্যপরিধি নির্ধারণের পর কমিটি গঠন করা হব।

“লেনদেন নিষ্পত্তিতে সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণ উদঘাটন করবে ওই কমিটি। সংশ্লিষ্ট বিভাগের দায়-দায়িত্ব কতটুকু ছিল তাও দেখবেন তারা।”

ডিএসইর তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন স্বতন্ত্র পরিচালক রুবাবা দৌলা। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে