ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিএসইর এমডি হলেন বিএসইসির নির্বাহি পরিচালক

২০২৩ আগস্ট ০৮ ২০:৩৫:০৮
ডিএসইর এমডি হলেন বিএসইসির নির্বাহি পরিচালক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান।

মঙ্গলবার (০৮ আগস্ট) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগে অনুমোদন দেয়।

এর আগে গতকাল এমডি পদে নিয়োগ চেয়ে এটিএম তারিকুজ্জামান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিহুর রহমান এবং ন্যাশনাল ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন এম নাসেরের নাম কমিশনে পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন এটিএম তারিকুজ্জামানকে এমডি পদে নিয়োগের অনুমোদন দেয়।

গত বছরের ৯ সেপ্টেম্বর ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। নিয়ম অনুযায়ী, ডিএসইর এমডি পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে বিএসইসি এই পদে নিয়োগ দেবে। সে লক্ষ্যে এমডি পদে নিয়োগের জন্য গত বছরের ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়।

সেখান তিনজন প্রার্থী বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য ৭ ডিসেম্বরের মধ্যে বিএসইসিতে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি তিনজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেনি।

এরপর বিএসইসির কাছে ৪৫ দিন সময় বাড়ানোর আবেদন করলে ডিএসইকে এক মাস সময় দেওয়া হয়। ওই সময়ের মধ্যেও প্রস্তাব জমা দেয়নি। পরে দ্বিতীয় দফায় আবারও সময় বাড়ানোর আবেদন করে ডিএসই। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২ মাস সময় বাড়ায় বিএসইসি।

উল্লেখ্য, সাবেক এমডি তারিক আমিন ভূঁইয়ার জায়গায় নতুন এমডি নিয়োগের জন্য ডিএসইর তৎকালীন চেয়ারম্যান ও সাবেক সচিব ইউনুসুর রহমানের বোর্ড তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার ও সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছিল। প্রথম দফায় এই তিনজনসহ সাতজনের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীর ডিএসইর এমডির প্রস্তাব বিএসইসি জমা দেওয়ার জন্য আবারও কমিটিকে এই সাতজনের মধ্যে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়। সেখানে থেকে তিনজনের নাম প্রস্তাব করা হয়। তবে ওই দফায় কাউকে এমডি পদে নিয়োগ দেয়নি বিএসইসি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে