ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

আবার পতনে শেয়ারবাজার

২০২৩ আগস্ট ০৯ ১৭:৪৭:০৭
আবার পতনে শেয়ারবাজার

গত কয়েকদিন ধরে টানা পতন থেকে মঙ্গলবার (০৮ আগস্ট) বেরিয়ে আসে দেশের শেয়ারবাজার। তবে বুধবার শেয়ারবাজার আবারও পতনের ধারায় ফিরে গেছে। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৯৭ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ১৬ পয়েন্টে বৃদ্ধি এবং সোমবার ১৬ পয়েন্ট, রবিবার ১৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৩ পয়েন্ট কমেছিল।

বুধবার ডিএসইতে ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৩৮৫ কোটি ৭৪ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩৩ কোটি ১৩ লাখ টাকার বা ৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৭টি বা ১১.৪২ শতাংশের। আর দর কমেছে ১৩২টি বা ৪০.৭৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫৫টি বা ৪৭.৮৪ শতাংশের।

বুধবার ডিএসইতে ফু-ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৭ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্সের ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে লীগ্যাছি ফুটওয়্যার।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২০টির, কমেছে ৮৮টির এবং পরিবর্তন হয়নি ৫০টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬২৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে