ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বেন স্টোকস: কথা দিচ্ছি, আনন্দ পাবেন

২০২৩ জুন ১০ ১০:০৬:৫৭
বেন স্টোকস: কথা দিচ্ছি, আনন্দ পাবেন

ঠিক নেতিবাচক কোনো সুরে শুরু করতে চাই না, তবে ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের অধিনায়ক হিসেবে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা সব কোচ, ক্লাব অধিনায়ক, ধারাভাষ্যকার, সমর্থক, যাঁরা ক্রিকেট দেখেন—সবার জন্যই। বিশেষ করে আমরা যখন এ গ্রীষ্মে একটা অ্যাশেজ শুরু করতে যাচ্ছি।

‘বাজে একটা শট’—এই কথাটা বলা বন্ধ করা যায় না?আমি জানি, কেন আমরা এটি ব্যবহার করি। কিছু কিছু দিক দিয়ে ক্রিকেট বেশ অদ্ভুত। জটিল একটা খেলা। সবকিছু আউট হওয়ার দিকেই নিবদ্ধ, তাই না? ফলাফল কী, সেটির ওপরই কাজটির মূল্য নির্ধারিত হয়। একজন ব্যাটার বড় শটের চেষ্টা করে যদি সফল না হয়, আউট হয়, তাহলে এটি বলাটাই সহজ—বাজে শট ছিল।এ কথাটি আমাকে অনেক শুনতে হয়।‘ওহ, বাজে শট। কেন করতে গেল এমন?’‘বাজে একটা শট।’

এসব শুনে আমার মনে হয়—আসলেই?

একটা শট তখনই বাজে, যখন কেউ আউট হয়। হয়তো অন্য কোনো বলে ঠিক একই শট খেলতে গেলেন, তখন টাইমিং হলো, চার বা ছয় হলো। তখন কিন্তু কেউ বলবে না—বাজে শট।

এটা বাজে শট, কারণ এটি আউট। ভুল করা নিয়ে দুশ্চিন্তা করা, আউট হওয়া নিয়ে ভয় করা, নেতিবাচক একটা মানসিকতা তৈরি করে। এটা একটা ভয় লালন করে। একটা কিছু চেষ্টা করলেন, যে কারণেই হোক, সেটি হলো না। আপনার মাথায় যদি থাকে, এর জন্য আপনার সমালোচনা করা হবে, খেলোয়াড় হিসেবে আপনি নিজের সহজাত সামর্থ্য নিয়ে তখন ধন্দে পড়ে যাবেন।

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর



রে