ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০২৩ আগস্ট ১০ ১৯:২০:০৬
সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে লেনদেন এখন ৪’শ কোটির নিচে নেমে এসেছে। আর বৃহস্পতিবারের (১০ আগস্ট) লেনদেনতো গত সাড়ে ৪ মাসের সর্বনিম্ন অবস্থায় নিয়ে গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯৭ পয়েন্টে। এর আগে বুধবার ১৯ পয়েন্ট পতন, মঙ্গলবার ১৬ পয়েন্টে বৃদ্ধি এবং সোমবার ১৬ পয়েন্ট, রবিবার ১৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৩ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ৪ মাস ১৩ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৮ মার্চ আজকের চেয়ে কম বা ২৭২ কোটি ৬ লাখদ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭২টি বা ২২.২২ শতাংশের। আর দর কমেছে ৮৪টি বা ২৫.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৮টি বা ৫১.৮৫ শতাংশের।

বৃহস্পতিবার ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা আলিফ ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৫৫ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে নেমেছে খান ব্রাদার্স।

অপরদিকে সিএসইতে বুধবার ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৬টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬০০ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে