ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

সপ্তাহের ব্যবধানে লেনদেন নাই ৩০%

২০২৩ আগস্ট ১২ ১৩:০৩:০৩
সপ্তাহের ব্যবধানে লেনদেন নাই ৩০%

গত সপ্তাহে (০৬-১০ আগস্ট) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমে গেছে প্রায় ৬ হাজার কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমে গেছে ৩০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৩৭০ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ ৭৬ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৭১ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৬৩ কোটি ৮৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৯২ কোটি ৪৫ লাখ টাকার বা ৩০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৬১ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৮৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮ পয়েন্টে এবং ২১৪৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫টির বা ৯.০৯ শতাংশের, কমেছে ১৪৪টির বা ৩৭.৪০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২০৬টির বা ৫৩.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ১৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৬০০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮টির দর বেড়েছে, ১২২টির দর কমেছে এবং ১১০টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে