ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

পতন থেকে বেরোতে পারছে না শেয়ারবাজার

২০২৩ আগস্ট ১৩ ১৫:৩২:২৪
পতন থেকে বেরোতে পারছে না শেয়ারবাজার

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। কয়েকদিন পতনের পরে একদিন সামান্য উত্থান হলেও পরের দিনই তার চেয়ে বেশি কমে যাচ্ছে। অনেকটা পতন থেকে বেরোতে পারছে না শেয়ারবাজার। এরমধ্যে লেনদেনের নিম্ন প্রবণতা আরও বেশি। এতে করে লেনদেন এখন ৪’শ কোটির কাছে।

রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৮ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার ০.২৬ পয়েন্ট বৃদ্ধি, বুধবার ১৯ পয়েন্ট পতন, মঙ্গলবার ১৬ পয়েন্টে বৃদ্ধি এবং সোমবার ১৬ পয়েন্ট, রবিবার ১৪ পয়েন্ট ও বৃহস্পতিবার ১৩ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ৪২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৩৮০ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৮৪ লাখ টাকার বা ১১.৭৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৫টি বা ২২.৩৯ শতাংশের। আর দর কমেছে ৮৯টি বা ২৬.৫৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭১টি বা ৫১.০৪ শতাংশের।

রবিবার ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা রূপালি লাইফের ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৭৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে সোনালি পেপার।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ৬৫টির এবং পরিবর্তন হয়নি ৮৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৬৯ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে