ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

রেস ম্যানেজমেন্টের ৪ ফান্ডের ৬০ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

২০২৩ আগস্ট ১৩ ১৮:১১:০২
রেস ম্যানেজমেন্টের ৪ ফান্ডের ৬০ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের পরিচালিত ৪ ফান্ডের ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ৬০ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা সর্বোচ্চ ফান্ড পরিচালনা করা আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ৮টির থেকেও কয়েকগুণ বেশি।

রবিবার (১৩ আগস্ট) রেস ম্যানেজেমেন্টের পরিচালিত ৪ ফান্ডের ট্রাস্টি এই লভ্যাংশ ঘোষণা করেছে।

রেসের ৪ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় গড়ে ৪.৬৩% হারে ৬০ কোটি ১৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ৩ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৪.৩৩% হারে ৫৮ কোটি ২৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যেখানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ৮টি ফান্ড থেকে ২১ কোটি ৯৬ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারনে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।

ফান্ডগুলোর মধ্যে রবিবার লেনদেন শেষে সর্বোচ্চ ৫.৮০ টাকায় রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড। আর সর্বনিম্ন ৫.০০ টাকায় আছে সর্বোচ্চ ডিভিডেন্ড ইল্ড ঘোষণা করা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড।

নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত রেস ম্যানেজমেন্টের পরিচালিত ৩টি তালিকাভুক্ত ফান্ডের লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-

ফান্ডের নাম

লভ্যাংশের হার

লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)

ইউনিট দর (টাকা)

ডিভিডেন্ড ইল্ড

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড

৫%

৩৮.৮১

১০%

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড

৫%

১৫.১৮

৫.৬০

৮.৯৩%

এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড

৩%

৪.৩০

৫.৮০

৫.১৭%

তালিকাভুক্ত ৩টি ফান্ড

গড় ৪.৩৩%

৫৮.২৯ কোটি টাকা

গড়-৫.৪৭ টাকা

উল্লেখ্য, এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত শেয়ারবাজারে অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ৫.৫০% হারে ১ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে