ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ডিজিটাল ব্যাংকে বিনিয়োগে সিটি ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন

২০২৩ আগস্ট ১৪ ১২:১০:২৫
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগে সিটি ব্যাংকের সিদ্ধান্তে পরিবর্তন

‘ডিজি১০ ব্যাংক পিএলসি’ নামে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে বিনিয়োগের সিদ্ধান্তে কিছু পরিবর্তন এনেছে সিটি ব্যাংক লিমিটেড।

সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুসারে, ডিজি১০ ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে সিটি ব্যাংক। এর আগে ১১ দশমিক ১১ শতাংশ মূলধন যোগান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রথমে নয়টি ব্যাংক নিয়ে ডিজি১০ ব্যাংকের কনসোর্টিয়াম গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। এই কনসোর্টিয়ামের অধীনে ডিজি১০ ব্যাংক পিএলসি নামে যে ডিজিটাল ব্যাংক গঠন করা হবে, তার পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছিল ১২৫ কোটি টাকা। কনসোর্টিয়ামে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যাংকের সমপরিমাণ শেয়ার থাকবে। তাতে সিটিসহ প্রতিটি ব্যাংকের ১১ দশমিক ১১ শতাংশ শেয়ার থাকার কথা। সে হিসেবে প্রায় ১৩ কোটি ৮৯ লাখ টাকা বিনিয়োগ করার কথা ছিল। কিন্তু, কনসোর্টিয়ামের ভিত্তি আরও মজবুত করা এবং প্রস্তাবিত ব্যাংকটির নামের যৌক্তিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে কনসোর্টিয়ামের সদস্য সংখ্যা একটি বাড়িয়ে ১০টিতে উন্নীত করা হয়। আগের মতোই কনসোর্টিয়ামের সব সদস্যের সমসংখ্যক শেয়ার ধারণের সিদ্ধান্ত বহাল থাকে। এ কারণে প্রতিটি সদস্য ব্যাংকের শেয়ার সংখ্যা কিছুটা কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে