ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে মূলধন

২০২৩ জুন ১০ ২২:২৪:৩৪
সিএসইতে লেনদেন বাড়লেও কমেছে মূলধন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। উত্থানে প্রধান সূচক সিএএসপিআই। কিন্তু কমেছে বাজার মূলধন পরিমান। কোম্পানিরগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৮ হাজার ৯৭৮ কোটি ৭৭ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৯ হাজার ৩০০ কোটি ৪৩ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩২১কোটি ৬০ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৯৯ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮১ কোটি ৮৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭ কোটি ১৯ লাখ টাকা। তালিকাভুক্ত ৩০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ১৪৪টি কোম্পানির।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৬২ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ১ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৪ দশমিক ৩৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১১ হাজার ২২০ দশমিক ৯৩ পয়েন্টে এবং ১ হাজার ৭৬৩ দশমিক ৩২ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ৪০ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৫ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ১০ পয়েন্টে, ১ হাজার ৩৮৭ দশমিক ৭৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৬৪ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৮০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলসের শেয়ার। একাই ৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া এডিএন টেলিকমের ৪ কোটি ৩৬ লাখ টাকা, বেক্সিমকোর ৩ কোটি ৬৪ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৩ কোটি ৩৪ লাখ টাকা, সিমটেক্সের ৩ কোটি ৭ লাখ টাকা, রুপালী লাইফের ৩ কোটি ৩ লাখ টাকা, রংপুর ডেইরী এন্ড ফুডের (বি ক্যাটাগরি) ২কোটি ৭৫ লাখ টাকা, আইডিএলসি ফাইন্যান্সের ২ কোটি ৪৪ লাক টাকা, বার্জার পেইন্টসের ২ কোটি ১৪ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের (এন ক্যাটাগরি) ২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে