ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সৌদি আরবে ইতিহাস গড়তে চান ‘হিলালি’ নেইমার

২০২৩ আগস্ট ১৬ ১১:৪২:০০
সৌদি আরবে ইতিহাস গড়তে চান ‘হিলালি’ নেইমার

নেইমারের আল হিলালে যোগ দেওয়া আগে থেকেই নিশ্চিত ছিল। গতকাল মঙ্গলবার নেইমার নিজেকে আল হিলালি দাবি করে সবকিছুর আনুষ্ঠানিকতা সারলেন। ক্লাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে নেইমার বলেছেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’

নেইমারকে আল হিলালের জার্সিতে দেখার পর অনেকে যেমন খুশি হয়েছেন, তেমনি অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন মাত্র ৩১ বছরেই ব্রাজিলিয়ান তারকা ইউরোপ ছেড়ে সৌদির ফুটবলে? এই প্রশ্নের উত্তর অবশ্য নেইমার কিছুটা দিয়েছেন। ব্রাজিলিয়ান তারকার দাবি, তিনি সৌদি আরবে যাচ্ছেন নতুন ইতিহাস গড়তে।

এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ দুই মৌসুমের জন্য। বিবিসি বলছে, চুক্তির অঙ্কটা ৯ কোটি ইউরো। সঙ্গে বোনাস তো থাকছেই। বিবিসির খবর অনুযায়ী, পিএসজিতে বছরে ২ কোটি ৫০ লাখ ইউরো বেতন পেতেন নেইমার। সৌদি আরবে বছরে নেইমার আয় করবেন ১৫ কোটি ইউরো, যা পিএসজির চেয়ে ছয় গুণ বেশি।

পিএসজির নতুন কোচ লুইস এনরিকের পরিকল্পনাতে ছিলেন না নেইমার। প্রাক্‌-মৌসুমে ভালো করার পরও শোনা যায় নেইমারের দলবদলের খবর। এরপর লিগ আঁর ম্যাচে গত শনিবার লোরিয়াঁর বিপক্ষে ম্যাচের দলেও ছিলেন না নেইমার।

সৌদির ফুটবলে পাড়ি দেওয়া নিয়ে নেইমার বলছেন, ‘ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লেখার জন্যই সৌদিতে যাচ্ছি। সৌদি প্রো লিগ কম শক্তিশালী নয়, আর সেখানে অনেক দারুণ ফুটবলাররা খেলছেন।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। তবে ছয় বছরে ক্লাবের প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। সঙ্গে মাঠের বাইরের বিতর্ক তো আছেই। শেষদিকে প্রায়ই সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাঁকে।

প্যারিসের ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলেছেন নেইমার। পাঁচটি ‘লিগ আঁ’সহ জিতেছেন ১৩টি ট্রফি। যদিও ক্লাবটির আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। লিগ আঁতে ১১২ ম্যাচে ৮২ গোল নিজে করেছেন ও ৫০টি গোলে সহায়তা আছে নেইমারের। সব মিলিয়ে পিএসজির জয়ে নেইমারের গোল ১১৮টি।

ক্লাব কিংবদন্তি নেইমারের বিদায়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানালেন পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি। তিনি বলেছেন, ‘নেইমার বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, তার মতো অসাধারণ একজন খেলোয়াড়কে বিদায় জানানো কঠিন। যেদিন সে পিএসজিতে এসেছিল, গত ছয় বছরে আমাদের ক্লাব, আমাদের প্রকল্পে তার যে অবদান, তা কখনোই ভুলব না।’

নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত আল হিলালের চেয়ারম্যান, ‘নেইমার বৈশ্বিক তারকা, সে যেখানেই খেলেছে, সেখানেই সমর্থকদের মুখে হাসি এনে দিয়েছে। তার দিকেই সবাই তাকিয়ে থাকে এবং সে সব সময় এর রেসপন্সও করেছে। আমরা তাকে পেয়ে আনন্দিত।

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে