ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

২০২৩ আগস্ট ১৭ ১৭:৩৪:২৬
সাড়ে ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে লেনদেন এখন ৩’শ কোটির নিচে নেমে এসেছে। এর মাধ্যমে বৃহস্পতিবারের (১৭ আগস্ট) লেনদেন গত সাড়ে ৪ মাসের সর্বনিম্ন অবস্থায় নিয়ে গেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৫৫ পয়েন্টে। যা আগের দিন ৩৬ পয়েন্ট কমেছিল।

বৃহস্পতিবার ডিএসইতে ২৯৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ৪ মাস ২০ দিনের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৮ মার্চ আজকের চেয়ে কম বা ২৭২ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৩টি বা ৪৭.৬৬ শতাংশের। আর দর কমেছে ৮টি বা ২.৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬০টি বা ৪৯.৮৪ শতাংশের।

বৃহস্পতিবার ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ২৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৭২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে সী পার্ল।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬১টির, কমেছে ২৬টির এবং পরিবর্তন হয়নি ৬৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৪৭৮ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে