ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

বিনিয়োগকারীদের কমল ২১৬৪ কোটি টাকার বিনিয়োগ

২০২৩ আগস্ট ১৯ ১৫:৩৫:৩০
বিনিয়োগকারীদের কমল ২১৬৪ কোটি টাকার বিনিয়োগ

এর আগের সপ্তাহের ন্যায় গত সপ্তাহেও (১৩-১৭ আগস্ট) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমে গেছে ২ হাজার ১৬৪ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমে গেছে ২৮ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৪৯৯ কোটি ৪৭ লাখ ১৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৩৩৫ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ২ হাজার ১৬৩ কোটি ৫২ লাখ ৭৯ হাজার টাকার। এর আগের সপ্তাহে কমেছিল ৫ হাজার ৮৭১ কোটি ৬ লাখ ৭৬ হাজার টাকার।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৪৯০ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১ কোটি ৪২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮১ কোটি ৮ লাখ টাকার বা ২৮ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৪২ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.৯৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫৮ পয়েন্টে এবং ২১২২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৭টির বা ৬.৯১ শতাংশের, কমেছে ১৩৫টির বা ৩৪.৫৩ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির বা ৫৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৯ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮৪৭৮ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে এবং ১৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে