ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে টানা তৃতীয় দিন উত্থান

২০২৩ আগস্ট ২১ ১৫:১৫:৩৭
শেয়ারবাজারে টানা তৃতীয় দিন উত্থান

বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার ভালো যাচ্ছিল না। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমছিল। যাতে করে বিনিয়োগকারীদের কমছিল বিনিয়োগ। তবে গত তিন কার্যদিবস ধরে শেয়ারবাজার উত্থানে রয়েছে।

সপ্তাহের ২য় কার্যদিবস সোমবার (২১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯২ পয়েন্টে। যা রবিবার ১০ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল।

সোমবার ডিএসইতে ৪৯৫ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৫১ কোটি ১৭ লাখ টাকার বা ৪৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪২টি বা ৪৩.৬৯ শতাংশের। আর দর কমেছে ২৭টি বা ৮.৩১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫৬টি বা ৪৮ শতাংশের।

সোমবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা সোনালি পেপারে ২২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে নেমেছে সী পার্ল।

অপরদিকে সিএসইতে সোমবার ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ১২টির এবং পরিবর্তন হয়নি ৫৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৮০ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে