ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সামান্য পতন

২০২৩ আগস্ট ২২ ১৭:১৩:০৪
শেয়ারবাজারে সামান্য পতন

বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার ভালো যাচ্ছিল না। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমছিল। যাতে করে বিনিয়োগকারীদের কমছিল বিনিয়োগ। তবে গত তিন কার্যদিবস ধরে শেয়ারবাজার উত্থানে ছিল। কিন্তু মঙ্গলবার (২২ আগস্ট) সামান্য পতন হয়েছে।

সপ্তাহের ৩য় কার্যদিবস আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৮৯ পয়েন্টে। যা সোমবার ২৭ পয়েন্ট, রবিবার ১০ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট বেড়েছিল।

মঙ্গলবার ডিএসইতে ৫০৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪৯৫ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭ কোটি ৩ লাখ টাকার বা ১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টি বা ১৭.২৮ শতাংশের। আর দর কমেছে ১০৮টি বা ৩৩.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬০টি বা ৪৯.৩৮ শতাংশের।

মঙ্গলবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা রূপালি লাইফে ২৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে নেমেছে সোনালি পেপার।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ৪৯টির এবং পরিবর্তন হয়নি ৭৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৭৬ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে