ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ইন্দো-বাংলা ফার্মার প্রতারণা

২০২৩ জুন ১১ ১০:৩২:১৭
ইন্দো-বাংলা ফার্মার প্রতারণা

নিরীক্ষক জানিয়েছে, ভ্যাট রিটার্ন (৯.১) অনুযায়ি পণ্য বিক্রির বিপরীতে ইন্দো-বাংলা ফার্মার কাছে সরকারের ভ্যাট পাওনা ছিল ৩ কোটি ৩০ লাখ টাকা। যার সমপরিমাণ পরিশোধ করেছে বলে নিরীক্ষককে ভ্যাট পেমেন্ট চালান দেয় কোম্পানি কর্তৃপক্ষ। কিন্তু নিরীক্ষক অনলাইনে যাচাই করে দেখেন মোট ৫২ লাখ টাকার ভ্যাট দেওয়া হয়েছে। অর্থাৎ ২ কোটি ৭৮ লাখ টাকার প্রতারণা করেছে ইন্দো-বাংলা ফার্মা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ইন্দো-বাংলা ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৬ কোটি ২১ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.৩৬ শতাংশ। কোম্পানিটির শনিবার (১০ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে