ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সানলাইফ ও প্রগ্রেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগ

২০২৩ জুন ১১ ১০:৪৪:১৩
সানলাইফ ও প্রগ্রেসিভ লাইফে পর্যবেক্ষক নিয়োগ

সানলাইফ ইন্স্যুরেন্সে আইডিআরএ’র পরিচালক মো. শাহ আলমকে ও প্রগ্রেসিভ লাইফে পরিচালক মো. আব্দুল মজিদকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা ও সুশাষন নিশ্চিত করার লক্ষ্যে এই পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কারন কোম্পানি দুটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পলিসিহোল্ডাররা বীমা দাবি পরিশোধ না করার অভিযোগ করে আসছে।

কোম্পানি দুটির এই বীমা দাবি পরিশোধ না করার জন্য পুরো বীমা খাতে গ্রাহকদের মধ্যে অসন্তুষ্টি তৈরী হচ্ছে বলে জানিয়েছে আইডিআরএ। এছাড়া বীমা শিল্পের ইমেজ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সানলাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৫ কোটি ৭৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.৭১ শতাংশ। কোম্পানিটির শনিবার (১০ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ৬০.৯০ টাকায়।

অপরদিকে ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি ৬৪ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬১.১৮ শতাংশ। কোম্পানিটির শনিবার (১০ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ১০৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে