ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

দেখে নিন এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলটি

২০২৩ আগস্ট ২৭ ০৯:৩১:০৬
দেখে নিন এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলটি

টানা ৮ ম্যাচ খেলা লিওনেল মেসিকে শুরু থেকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ জেরার্দো মার্তিনো। কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) তলানিতে থাকা দলকে উদ্ধারে মেসিকে স্কোয়াডের বাইরেও রাখতে পারেননি এই আর্জেন্টাইন কোচ।

ম্যাচের ৬০ মিনিটে দল যখন ডেভিড গোমেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে, তখনই মাঠে নামেন মেসি। মাঠে নামার পর দারুণ সব আক্রমণ তৈরি করেন আর্জেন্টাইন অধিনায়ক। একপর্যায়ে মনে হচ্ছিল মেসি হয়তো এমএলএস অভিষেকে খালি হাতেই মাঠ ছাড়তে যাচ্ছেন।

এবার এমএলএস অভিষেকে মেসির দারুণ গোলে মায়ামির জয়এমএলএস অভিষেকেই গোল পেয়েছেন মেসি

৮৭ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক আদায় করে নেওয়ার পর অবশ্য নড়চড়ে বসেন মেসি ভক্তরা। এবার হয়তো কাঙ্ক্ষিত গোল পেয়েই যাবেন মেসি, কিন্তু এবারও হতাশা। মেসির ফ্রি কিক প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বাধা পেয়ে ফিরে আসে। ফ্রি কিক থেকে না পারলেও গোলটা ঠিকই পেয়েছেন মেসি।

তলানিতে থাকা ইন্টার মায়ামিকে কি মেসি প্লে–অফে নিতে পারবেনসংবাদ সম্মেলনে প্রশ্ন শুনছেন লিওনেল মেসি৮৯ মিনিটে ডি-বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে এবং তিন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে মেসি বল বাড়ান ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকা বেঞ্জামিন ক্রিমাশ্চিকে। পরে দ্রুত এগিয়ে গিয়ে ফিরতি বল টোকা দিয়ে জালে জড়িয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। আর শেষ পর্যন্ত দুই গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। এ নিয়ে ৯ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ১১ গোল করলেন মেসি।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে