ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সূচকের উত্থান

২০২৩ আগস্ট ২৭ ১৫:০৯:২৫
শেয়ারবাজারে সূচকের উত্থান

সপ্তাহের প্রথম কার্যদিবস (২৭ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেন ও পতনের চেয়ে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

রবিবার ডিএসইতে ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৪১৩ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪ কোটি ১ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২১টি বা ৩৬.৩৪ শতাংশের। আর দর কমেছে ৩২টি বা ৯.৬১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮০টি বা ৫৪.০৫ শতাংশের।

রবিবার ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রূপালি লাইফে ২১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৩৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

অপরদিকে সিএসইতে রবিবার ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৪টির এবং পরিবর্তন হয়নি ৭৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬১৮ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে