ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সামান্য উত্থান

২০২৩ আগস্ট ২৮ ১৬:৪২:৫৭
শেয়ারবাজারে সামান্য উত্থান

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (২৮ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩০০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৮ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৪০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪২৭ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১১২ কোটি ৬০ লাখ টাকার বা ২৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭টি বা ১৯.৮২ শতাংশের। আর দর কমেছে ৮৯টি বা ২৬.৩৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮২টি বা ৫৩.৮৫ শতাংশের।

সোমবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রূপালি লাইফে ২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৮৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে সোনালি পেপার।

অপরদিকে সিএসইতে সোমবার ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৯৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬২৯ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে