ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন

২০২৩ আগস্ট ২৯ ১৬:৫৬:৪১
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে পতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস (২৯ আগস্ট) দেশের উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৯১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৩৯১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৪০ কোটি ৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৪৮ কোটি ৫৫ লাখ টাকার বা ২৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৩টি বা ১০.৩১ শতাংশের। আর দর কমেছে ১২৭টি বা ৩৯.৬৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬০টি বা ৫০ শতাংশের।

মঙ্গলবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা এমারেল্ড অয়েলে ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৬ কোটি ৪৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে ইন্ট্রাকো রিফুয়েলিং।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২০টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬০৬ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে