ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

২০২৩ আগস্ট ৩০ ১৭:০২:০৭
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পরিচালক নিজ কোম্পানির ৩০০টি শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০০টি শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবেন এই পরিচালক।

প্রসঙ্গত, পুঁজিবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির অনুমদিত মূলধন ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৮ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। ১০ টাকা ফেসভ্যালু হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮৫ লাখ ২১ হাজার ৯৮১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৫.৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭.৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদেরে হাতে ২৬.২৫ শতাংশ শেয়ার রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে