ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

সৌভাগ্যের দরজা খুলে গেছে ঐশ্বরিয়ার

২০২৩ আগস্ট ৩১ ১০:৩৭:৩১
সৌভাগ্যের দরজা খুলে গেছে ঐশ্বরিয়ার

‘পোন্নিইন সেলভান ২’ ছবিটা অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মীর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। এই ছবির পর এখন অনেকের নজরে পড়েছেন তিনি। এই মুহূর্তে ‘কিং অব কথা’ ছবির কারণে আলোচনায় এই অভিনেত্রী।

মণিরত্নম পরিচালিত ‘পোন্নিইন সেলভান’ ফ্র্যাঞ্চাইজির দুই কিস্তিতেই দেখা গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীকে। তবে দ্বিতীয় কিস্তি দিয়ে সাধারণ মানুষ থেকে চিত্রনির্মাতাদের নজরে পড়েছেন বেশি। এই ছবিতে তাঁকে ‘পুনগুজালি’ নামের এক নৌকাচালকের চরিত্রে দেখা গেছে।

এই ছবি প্রসঙ্গে ঐশ্বরিয়া সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘পুনগুজালি চরিত্রটি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। সত্যি বলতে, আমি এতটা আশা করিনি। চরিত্রটিকে যাঁরা উজাড় করে ভালোবাসা দিয়েছেন, তাঁদের প্রত্যেককে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, চরিত্রটা আমার সামনে অনেক সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে।

চরিত্রটা আমাকে শুধু সৌভাগ্য দিয়েছে তা নয়, আমি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছি। আমাকে যাঁরা চিনতেন না, তাঁরাও এই চরিত্রের কারণে আমাকে জেনেছেন। এই ছবির পর অনেকে আমার পুরোনো সিনেমাগুলো দেখেছেন।’

এই দক্ষিণি তারকা আরও বলেছেন, ‘“পোন্নিইন সেলভান ২” ছবির পর আমার কাছে বহু ছবির প্রস্তাব আসছে। তবে আমি একসঙ্গে বেশি কাজ করতে চাই না। ধীরেসুস্থে, বেছে ছবি নির্বাচন করছি। আর আমি এমন ছবিতে অভিনয় করতে চাই, যা আমাকে অভিনেত্রী হিসেবে আনন্দ দেবে। আমি আমার ছবির মাধ্যমে নতুন চ্যালেঞ্জ নিতে চাই। আর আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যাতে আমি আগে কখনো কাজ করিনি। আমি সংখ্যায় বিশ্বাসী নই, গুণগত মানে বিশ্বাস রাখি।’

মণিরত্নমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘“পোন্নিইন সেলভান” ছবিটি মুক্তির আগে আমি মণি স্যারকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন করি। তিনি বলেছিলেন, “তুমি কিছু করেছ, আমি কিছু করেছি। বাকিটা মুক্তির পর বোঝা যাবে।” আসলে এই ছবিতে আমার চরিত্রটা অন্য সবার চাইতে আলাদা ছিল। প্রত্যেকে রাজঘরানার চরিত্রে অভিনয় করেছিলেন। আমার চরিত্রটা অন্য রকম ছিল বলেই আরও বেশি করে সবার নজরে পড়েছিলাম।’

ঐশ্বরিয়াকে আগামী দিনে একটি নারীকেন্দ্রিক ছবিতে দেখা যাবে। এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগির হবে। অভিনেত্রী জানান, ‘পুনগুজালির কারণেই আমি এই ছবির অংশ হতে পেরেছি। পরিচালক পদ্মাকুমার আমাকে এই চরিত্রের কারণেই তাঁর ছবির মূল চরিত্রে নির্বাচন করেছেন।’ অভিলাষ যোশি পরিচালিত ‘কিং অব কথা’ ছবিতে দুলকার সালমানের বিপরীতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। এই অভিনেত্রী জানিয়েছেন, দুলকার সালমানের সঙ্গে কাজ করে তিনি রোমাঞ্চিত।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে