ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

শুরুতে মিথ্যা তথ্য : সংশোধনীতে কমল এমারেল্ড অয়েলের ইপিএস

২০২৩ জুন ১২ ০৯:৪৯:৫৩
শুরুতে মিথ্যা তথ্য : সংশোধনীতে কমল এমারেল্ড অয়েলের ইপিএস

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, এমারেল্ড কর্তৃপক্ষ এর আগে গত ৮ জুন ২য় প্রান্তিকে ইপিএস ০.২১ টাকা বলে জানিয়েছিল। তবে আজ সংশোধনী তথ্য দিয়েছে। এতে ইপিএস ০.১৯ টাকা বলে জানিয়েছে।

একইভাবে ৩য় প্রান্তিকেও ভুল তথ্য দিয়েছিল এমারেল্ড কর্তৃপক্ষ। তারা ৩য় প্রান্তিকে ০.১৭ টাকার ইপিএসকে ০.১৯ টাকা জানিয়েছিল।

ব্যবসায় দূর্বল এই কোম্পানিটির শেয়ার নিয়ে এপ্রিল মাসের শুরু থেকে কারসাজি শুরু হয়েছে। এর মাধ্যমে গত ২ এপ্রিলের ৩০.৮০ টাকার শেয়ারটি ৭ জুন ১২৫.৩০ টাকায় উঠানো হয়েছে। এক্ষেত্রে মাত্র দুই মাসের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৯৪.৫০ টাকা বা ৩০৭ শতাংশ।

কোম্পানিটির শেয়ারের এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক ও সন্দেহজনক মনে করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যে কারনে ডিএসইকে কোম্পানিটির দর বৃদ্ধির বিষয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। এছাড়া ডিএসইর অনুসন্ধানে গত এপ্রিলেই শেয়ারটির কারণ ছাড়া অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়টি বেরিয়ে আসে।

বাজার সংশ্লিষ্টদের মতে, দেশীয় তালিকাভুক্ত কোম্পানিগুলোর যখন অস্বাভাবিক দর বৃদ্ধি পায়, তখনই বিভিন্ন মূল্য সংবেদনশীল (পিএসআই) তথ্য আসতে দেখা যায়। যার বেশিরভাগ থাকে কৃত্রিম বা ভূয়াঁ হয়ে থাকে। শেয়ার কারসাজির সঙ্গে যখন পর্ষদ জড়িত থাকে, তখন এমন হয়। এছাড়া অন্তর্বর্তীকালীন লভ্যাংশও কারসাজিরই অংশ থাকে। তারা মূলত গেম্বলারদের কাছ থেকে শেয়ার কারসাজির অর্জিত আয় থেকে টাকা নিয়েই এই লভ্যাংশ দিয়ে থাকে। এ নিয়ে গেম্বলার ও কোম্পানি কর্তৃপক্ষের মধ্যে চুক্তিও হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে