ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

উভয় শেয়ারবাজারে উত্থান

২০২৩ সেপ্টেম্বর ০৩ ১৬:৪৬:৫০
উভয় শেয়ারবাজারে উত্থান

সপ্তাহের প্রথম কার্যদিবস (০৩ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে উত্থান হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩১১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৬১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫৬ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৪৮ লাখ টাকার বা ৩৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২২টি বা ৩৬.৭৫ শতাংশের। আর দর কমেছে ৩৫টি বা ১০.৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৫টি বা ৫২.৭১ শতাংশের।

অন্যসব দিনের ন্যায় রবিবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা ইস্টার্ন হাউজিংয়ের ৩০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৬৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৩টির, কমেছে ২১টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৬৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে