ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে সূচকের পতন

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৮:১৬:৫২
শেয়ারবাজারে সূচকের পতন

সপ্তাহের ২য় কার্যদিবস (০৪ সেপ্টেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে পতন হয়েছে। এদিন মূল্যসূচকের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনও কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩০৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১২ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫৭৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬১০ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৬০ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮টি বা ১৭.৯০ শতাংশের। আর দর কমেছে ১০২টি বা ৩১.৪৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৪টি বা ৫০.৬২ শতাংশের।

বিগত কয়েক দিনের ন্যায় সোমবারও ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৬৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৩২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে জেমিনী সী ফুডস।

অপরদিকে সিএসইতে সোমবার ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির এবং পরিবর্তন হয়নি ৫৪টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৩২ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ১২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে