ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

শারাহ টিকে থাকার টোককা দিলেন

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১২:২২:০০
 শারাহ টিকে থাকার টোককা  দিলেন

জানে ডিয়াস। ওটিটির হাত ধরে আবার অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী ও মডেল। একের পর এক ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরছেন তিনি।

সম্প্রতি শারাহকে ‘দ্য ফ্রিল্যান্সার’ ওয়েব সিরিজে অ্যাকশন করতে দেখা গেছে। কিছুদিন আগেই অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন টু’তে শারাহ অভিনয় করেছেন। এক সাক্ষাৎকারে বলিউড সাম্রাজ্যে টিকে থাকা নিয়ে কথা বলেছেন তিনি। তাঁর ভাষ্য, ‘অনেকে ভাবেন যে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে আমি খুঁতখুঁতে। তাঁদের উদ্দেশে আমি বলতে চাই যে আমি সব ধরনের চরিত্রে অভিনয় করেছি। তবে আমাকে যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে আমি কী করতে পারি। গত বছরের জুন মাসে আমি ২৪টা অডিশন দিয়েছিলাম। কিন্তু একটা কাজও আমার ভাগ্যে জোটেনি।’ তিনি আরও বলেন, ‘ঈশ্বরের আশীর্বাদে অভিনয়ের বাইরে আমি অন্যান্য কাজ করতে পারি। তাই হাতে কাজ না থাকলেও আমি নিজেকে অন্য নানা কাজে ব্যস্ত রাখি। এ ছাড়া আমি প্রচুর ঘুরে বেড়াই আর খাই।’

বলিউড ইন্ডাস্ট্রি সম্পর্কে শারাহর মন্তব্য এমন, ‘এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা খুব কঠিন। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। বলিউড ইন্ডাস্ট্রিতে সফলতার চেয়ে অসফলতার আশঙ্কা ৯৯ শতাংশ। এখানে প্রতিবন্ধকতা প্রচুর। তবু মানুষ এখানে টিকে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যান। আর যাঁরা অনেক বড় কিছু করতে চান, তাঁদের জন্য আরও কঠিন সবকিছু। তবে এখানে কাজ করতে হলে সবার আগে ধৈর্য ধারণ করা প্রয়োজন। আর কঠিন পরিশ্রম করতে জানতে হবে। আর নিজের কাজের প্রতি অবিচল থাকতে হবে। আমার বিশ্বাস, তবেই সফলতার মুখ দেখতে পাবেন।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য ফ্রিল্যান্সার’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজটি করার পেছনে নীরজ পান্ডে অবশ্যই একটা কারণ। তবে আমি সব সময় অ্যাকশন ছবির অংশ হতে চেয়েছি। কারণ, আমি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছি। আমি সব সময় পর্দায় নিজেকে শক্তিশালী নারী চরিত্রে দেখতে চেয়েছি।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে