ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৬:২৭:৪২
দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ২২৭ বারে ১৭ লাখ ২৬ হাজার ১০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১০ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আজিজ পাইপস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বেড়েছে।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও বীচ হ্যাচারি লিমিটেড।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে