ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

আপনাকে না পেলে আমরা আমাদের শ্রবণ সুখ পেতাম না....

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১০:৫৮:৪১
আপনাকে না পেলে আমরা আমাদের শ্রবণ সুখ পেতাম না....

তারকাদের সঙ্গে এখন ভক্তদের যোগাযোগ নিয়মিত। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।

কনক চাঁপা সাবিনা ইয়াসমীনের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনি বাংলাদেশের নাইটিঙ্গেল! আপনাকে না পেলে আমরা আমাদের শ্রবণ সুখ পেতাম না। আল্লাহ আপনার কণ্ঠে কী মধু দিয়েছেন তা গবেষণার বিষয়। আরও দীর্ঘ দিন সুস্থ আয়ু সুরেলা উপস্থিতি নিয়ে আমাদের মাঝে থাকুন। ভালোবাসা ও শ্রদ্ধা অবিরাম।’ ৪ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন।কনক চাঁপা সাবিনা ইয়াসমীনের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আপনি বাংলাদেশের নাইটিঙ্গেল! আপনাকে না পেলে আমরা আমাদের শ্রবণ সুখ পেতাম না। আল্লাহ আপনার কণ্ঠে কী মধু দিয়েছেন তা গবেষণার বিষয়। আরও দীর্ঘ দিন সুস্থ আয়ু সুরেলা উপস্থিতি নিয়ে আমাদের মাঝে থাকুন। ভালোবাসা ও শ্রদ্ধা অবিরাম।’ ৪ সেপ্টেম্বর ছিল তাঁর জন্মদিন।ছবি: ফেসবুক

চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাসের সঙ্গে ছবিটি পোস্ট করে স্মৃতিকাতর হলেন অভিনেত্রী শাহনাজ খুশি। ১১ বছর আগের ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘১১ বছর আগের একদিন’। ছবির নিচে সহকর্মীরা মন্তব্য করেছেন, তখন অনেক তরুণ সময় ছিল।চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাসের সঙ্গে ছবিটি পোস্ট করে স্মৃতিকাতর হলেন অভিনেত্রী শাহনাজ খুশি। ১১ বছর আগের ছবিটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘১১ বছর আগের একদিন’। ছবির নিচে সহকর্মীরা মন্তব্য করেছেন, তখন অনেক তরুণ সময় ছিল।ছবি: ফেসবুক

গত মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জাকিয়া বারী মম অভিনীত দুটি কাজ। একটি ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোলো’, অন্যটি সিদ্দিক আহমেদের ‘অগোচরা’। দুটি কাজ থেকেই প্রশংসা পাচ্ছেন। এই অভিনেত্রী অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন। সমুদ্রসৈকতের পাশে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাইফ ইজ সার্ফিং।’গত মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জাকিয়া বারী মম অভিনীত দুটি কাজ। একটি ইয়াসির আল হক পরিচালিত ‘সাড়ে ষোলো’, অন্যটি সিদ্দিক আহমেদের ‘অগোচরা’। দুটি কাজ থেকেই প্রশংসা পাচ্ছেন। এই অভিনেত্রী অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন। সমুদ্রসৈকতের পাশে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাইফ ইজ সার্ফিং।’ছবি: ফেসবুক

আশনা হাবীব ভাবনা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পাখিটা আগেই মরে গেছে ডানার অসুখে ধরতে পারেনি তাকে ফাঁদ।’ ছবি: ফেসবুকআশনা হাবীব ভাবনা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পাখিটা আগেই মরে গেছে ডানার অসুখে ধরতে পারেনি তাকে ফাঁদ।’ ছবি: ফেসবুক

চিত্রনায়িকা রেসি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পাবলিক প্লেসে যত পারেন জোকস শেয়ার করুন, সাফল্য না। কারণ, এই প্ল্যাটফর্মে কেউ কারও অর্জনকে প্রাণ ভরে গ্রহণ করতে পারে না। জোকস করেন ভাববে আপনার কোনো কাজ নেই। তারা হেঁসে ভালো থাকবে। জীবন থেকে নেওয়া।’ চিত্রনায়িকা রেসি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘পাবলিক প্লেসে যত পারেন জোকস শেয়ার করুন, সাফল্য না। কারণ, এই প্ল্যাটফর্মে কেউ কারও অর্জনকে প্রাণ ভরে গ্রহণ করতে পারে না। জোকস করেন ভাববে আপনার কোনো কাজ নেই। তারা হেঁসে ভালো থাকবে। জীবন থেকে নেওয়া।’

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে