পরিচালকের আক্ষেপ অগ্রিম ৪০ লাখ নিয়ে আরও ৬০ লাখ টাকা দাবি শাকিবের,
নির্ধারিত পারিশ্রমিকে চূড়ান্ত হওয়ার পরেও ‘নীল দরিয়া’ নামের সিনেমায় কাজ করছেন না ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। জানা গেছে, চূড়ান্ত হওয়ার পরেও পরবর্তী সময়ে শাকিবের দাবি করা বাড়তি পারিশ্রমিকে প্রযোজক কাজটি করতে রাজি হননি। এতে প্রায় ছয় মাস আগে পারিশ্রমিক বাবদ নেওয়া ৪০ লাখ টাকাও প্রযোজককে ফেরত দিয়েছেন শাকিব খান।
গত ঈদুল ফিতরের আগের ঘটনা। পরিচালক বদিউল আলমের নতুন ছবি ‘নীল দরিয়া’-তে অভিনয়ের জন্য চূড়ান্ত করেন শাকিব খান। সে সময় পারিশ্রমিক বাবদ ৪০ লাখ টাকাও পরিশোধ করা হয় শাকিব খানকে। ছবির শুটিং শিডিউল ছিল ২০ জুলাই থেকে। তার আগে ফাইট ডিরেক্টর আরমান ও চিত্রগ্রাহক মজনুকে নিয়ে কক্সবাজারের জেলেপল্লিতে লোকেশন দেখে আসেন পরিচালক। কক্সবাজারে তাঁদের লোকেশন দেখার একটি ভিডিও পরিচালকের ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছিল।
পরিচালক সেই সময় শুটিংয়ের সব প্রস্তুতি নিলেও ‘প্রিয়তমা’ ছবির কারণে শুটিং পিছিয়ে যায় ‘নীল দরিয়া’ ছবির। তাড়াহুড়া করে ‘প্রিয়তমা’ নির্মাণ করে ২৯ জুলাই ঈদুল আজহায় মুক্তি দেওয়া হয়। মুক্তির পর ছবিটি হিট হয়ে যায়।
‘প্রিয়তমা’ সুপারহিট হওয়ার পর শাকিব খান তাঁর পারিশ্রমিকও বাড়িয়ে দেন। কয়েক মাস আগেও ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে ছিল শাকিবের পারিশ্রমিক। ‘প্রিয়তমা’ মুক্তির পর এখন ছবিপ্রতি চাইছেন ১ কোটি টাকা।
আর এতেই ‘নীল দরিয়া’ ছবিটি আটকে গেছে। শতভাগ পারিশ্রমিক নিয়েও ছবির কাজটি করতে চাচ্ছেন না শাকিব খান। এখন ‘নীল দরিয়া’ তৈরি করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ যোগ করে দিতে হবে—এমনটিই দাবি করছেন শাকিব খান। ফলে ছবিটি আর হচ্ছে না। শোনা যাচ্ছে, পারিশ্রমিক বাবদ তাঁকে দেওয়া ৪০ লাখ টাকা শাকিব খান প্রযোজককে ফেরতও দিয়েছেন। তথ্যটি জানিয়েছেন ছবিটির পরিচালক বদিউল আলম।
বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন টাকাটা শাকিব খানকে দিই, ওই সময় ৩৫ থেকে ৫০ লাখের মধ্যে পারিশ্রমিক ছিল শাকিবের। আমরা বরং বাড়িয়ে ৪০ লাখ টাকা দিয়েছিলাম। ২০ জুলাই থেকে শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন। সেভাবে লোকেশনসহ শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া ছিল আমার।
কিছুদিন পর হঠাৎ করেই শাকিব জানান, ঈদুল আজহার জন্য ‘প্রিয়তমা’ করে পরে এই ছবি করবেন। আমিও মেনে নিলাম। ঈদে ‘প্রিয়তমা’ হিট হয়ে গেল। শাকিব মত পাল্টালেন, পারিশ্রমিক বাড়িয়ে দিলেন। আগের চূড়ান্ত করা পারিশ্রমিকেও এখন কাজ করতে চাইছেন না। এখন তাঁকে নিয়ে কাজ করতে হলে আগের ৪০ লাখের সঙ্গে অযৌক্তিকভাবে আরও ৬০ লাখ দিতে হবে।, মোট এক কোটি। কিন্তু আমরা যখন তাঁর সঙ্গে কাজের ব্যাপারে চূড়ান্ত করি, তখন যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই তাঁকে চূড়ান্ত করেছিলাম।’এই পরিচালক আফসোস করে আরও বলেন, ‘এখন নতুন কোনো ছবিতে চুক্তি করতে সে এক কোটি বা দুই কোটি নিতেই পারেন। সেটি তাঁর একান্ত নিজের ব্যাপার। কিন্তু আমরা তো আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি তাঁকে। এখন শাকিব আমাদের ছবির টিমের সঙ্গে এই দাবি করতে পারেন না। এটি তাঁর নৈতিকতার মধ্যে পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না। এটি অন্যায়।’
শাকিবের কাছে প্রশ্ন রেখে পরিচালক বদিউল আলম বলেন, ‘যদি ‘প্রিয়তমা’ হিট না হতো তাহলে কি তাঁকে দেওয়া চল্লিশ লাখ থেকে ২০ লাখ প্রযোজককে ফেরত দিতেন শাকিব?’ এ বিষয়টি নিয়ে মন্তব্য জানতে সোমবার সাড়ে চারটার দিকে প্রথম আলো থেকে মুঠোফোনে একাধিকবার শাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়, ফোন ধরেননি ঢাকাই ছবির এই নায়ক।
পরিচালক বদিউল আলমের সঙ্গে জুটি হিসেবে শাকিব খানের বেশ কিছু ছবি করেছেন। ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন এই জুটি।
স্মৃতিচারণ করেন বদিউল আলম বলেন, ‘এক সময় শাকিব খানের সঙ্গে অনেক ভালো ভালো ছবি করেছি। অনেক দিন পর একটা কাজ করতে চেয়েছিলাম। কিন্তু তাঁর কারণে সেটি হলো না। শাকিব খানের সঙ্গে আর কাজ করছি না। সমস্যা নাই। কারণ কারোর জন্য কেউ তো বসে থাকে না। নতুন ছেলে মেয়ে নিয়ে আরেকটি কাজ হাতে নিয়েছি। শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি।’
পাঠকের মতামত:
- বাজার মূলধন কমেছে আড়াই হাজার কোটি টাকার বেশি
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপিএসসিএল বন্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও অপরিবর্তিত
- দর পতনের শীর্ষে আরএসআরএম স্টিল
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে গ্রামীণফোন
- ডিএসইতে মূল্যসূচক বাড়লেও কমেছে সিএসইতে
- কনফিডেন্স সিমেন্টের লেনদেন বন্ধ রবিবার
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- আর্থিক হিসাব প্রকাশ করবে ফাইন ফুডস
- প্রিমিয়ার সিমেন্টের লভ্যাংশ বিতরণ
- দর পতনের শীর্ষে দুলামিয়া কটন
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন
- লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
- শেয়ারবাজারে পতন
- রবিবার লেনদেনে ফিরবে আল-হাজ টেক্সটাইল
- দুই কোম্পানির লভ্যাংশ বিতরণ
- তসরিফা ইন্ড্রাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা
- লিগ্যাছি ফুটওয়্যারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের বিরুদ্ধে সাফল্যের মন্ত্র ফাঁস করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং
- লেনদেনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
- আগামীকাল লেনদেনে ফিরবে দুই কোম্পানি
- আল-হাজ টেক্সটাইলের লেনদেন বন্ধ বুধবার
- বিনিয়োগকারীদের দাবি শুধু মাকসুদের পদত্যাগ
- আর্থিক প্রতিবেদন দাখিলে পাওয়ার গ্রীডের সময় বৃদ্ধি
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল জেনারেশন নেক্সট ফ্যাশন
- দর পতনের শীর্ষে গ্লোবাল হেভী কেমিক্যালস
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
- শেয়ারবাজারে উত্থান
- মঙ্গলবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- ব্লক মার্কেটে ৪৬ কোটি টাকার লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
- লেনদেনের শীর্ষে ফাইন ফুডস
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ বিতরণ
- শেয়ারবাজারে পতন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-হাজ টেক্সটাইলের স্পটে লেনদেন শুরু
- ডিএসইর সার্ভারে সমস্যা
- ইবনে সিনার লভ্যাংশ বিতরণ
- বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৭৯১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ওয়েস্টার্ণ মেরিন শিপইয়ার্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক
- লেনদেনের শীর্ষে রবি অজিয়াটা
- ডিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে সিএসইতে
- স্ট্যান্ডার্ড সিরামিকের লোকসান কমেছে
- লোকসানে নামল এইচ আর টেক্সটাইল
- দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং
- লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- আমরা টেকনোলজির অবনতি
- শেয়ারবাজারে উত্থান
- ঢাকা ডাইংয়ের স্পটে লেনদেন শুরু বৃহস্পতিবার
- বার্জার পেইন্টস বাংলাদেশের লেনদেন বন্ধ বৃহস্পতিবার
- দর বৃদ্ধির শীর্ষে লিন্ডে বিডি
- লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- বঙ্গজের লভ্যাংশ বিতরণ
- লেনদেনে ফিরেছে ম্যাকসন্স স্পিনিং
- লোকসানে লভ্যাংশ দেবে না বিআইএফসি
- আগামীকাল শেয়ারবাজার বন্ধ
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
- এমকে ফুটওয়্যারের কিউআই শেয়ার বিওতে