ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

ডিএসইকে লীগ্যাছির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ

২০২৩ সেপ্টেম্বর ১৪ ১৭:৫১:৩৭
ডিএসইকে লীগ্যাছির অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত লীগ্যাছি ফুটওয়্যারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্ত করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লীগ্যাছির শেয়ার দর গত ১৯ মার্চ ছিল ৪২.৩০ টাকা। যে শেয়ারটি ৬ আগস্ট বেড়ে হয় ১৩৬.৫০ টাকা। এক্ষেত্রে দর বাড়ে ৯৪.২০ টাকা বা ২২৩ শতাংশ।

কোম্পানিটির এই অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য গত ১৯ মার্চের পর থেকে লেনদেনের উপর তদন্তের জন্য ডিএসইকে চিঠি দিয়েছে বিএসইসি। গত ১১ সেপ্টেম্বর বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে এই চিঠি দেওয়া হয়েছে।

আগামি ২০ কার্যদিবসের মধ্যে ডিএসইকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে