ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

পরিণীতি চোপড়ার বিয়েতে আসছেন না প্রিয়াংকা!

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৭:৪২:৫৫




















পরিণীতি চোপড়ার বিয়েতে আসছেন না প্রিয়াংকা!

উদয়পুরে এখন সাজ সাজ রব। আগামীকাল ২৪ সেপ্টেম্বর এই ঐতিহাসিক শহরে সাত পাকে বাঁধা পড়বেন রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া। এই তারকা জুটির বিয়েতে কে কে শামিল হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা–কল্পনা। তবে সবার নজর এখন অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার দিকে। আদরের বোনের বিয়েতে তিনি উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে চলছে ফিসফাস। তবে প্রিয়াংকা এক পোস্টে তাঁর এই বিয়েতে শামিল না হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

উদয়পুর শহরে ধীরে ধীরে তারকাদের সমাগম হচ্ছে। কিন্তু এই শহর প্রিয়াংকা চোপড়ার মতো গ্লোবাল আইকনকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিল। গুঞ্জন ছিল যে আজই মেয়ে মালতীকে সঙ্গে নিয়ে বোনের বিয়ের খুশিতে শামিল হবেন তিনি। তাঁর মা মধু চোপড়া ইতিমধ্যে উদয়পুরে চলে এসেছেন। কিন্তু প্রিয়াংকা সম্ভবত পরির বিয়ে উপলক্ষে আসছেন না। তিনি তাঁর ইনস্টা পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছেন। দেশি গার্ল ইনস্টা স্টোরিতে পরিণীতিকে তাঁর নতুন জীবন শুরু করার জন্য অসংখ্য শুভকামনা জানিয়েছেন।

প্রিয়াংকা ইনস্টা স্টোরিতে বোনের এক হাসিখুশি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি আশা করি যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় দিনে এইভাবে হাসিখুশি আর আনন্দে থাকবে। আমি তোমার জন্য সব সময় অফুরান ভালোবাসা চাই। হ্যাশট্যাগ নিউ বিগিনিং’।

হৃদয়ের ইমোজি দিয়ে তিনি পরিণীতি চোপড়া আর রাঘব চাড্ডাকে তা ট্যাগ করেছেন। এই পোস্টে অনেকটাই স্পষ্ট যে মার্কিন মুলুক থেকে প্রিয়াংকা তাঁর বোনের বিয়ের জন্য উড়ে আসছেন না। কিন্তু পরিণীতি আর রাঘবের বাগদান অনুষ্ঠানে সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছিলেন দেশি গার্ল।

বেশ কিছু দিন ধরে রাঘব-পরিণীতির বিয়ের আচার অনুষ্ঠান চলছে। গতকাল শুক্রবার মেহেদী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আজ চূড়া সেরিমনি হবে বলে খবর। দেশের চারজন মুখ্যমন্ত্রী তাঁদের বিয়েতে শামিল হবে বলে জানা গেছে। আজ শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উদয়পুরে এসে পৌঁছানোর কথা। তাঁরা দুজনে লেক প্যালেসে এসে উঠবেন। আগামীকাল এই দুই মুখ্যমন্ত্রী রাঘব আর পরিণীতির বিয়ের আসরে উপস্থিত থাকবেন। ২৫ সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ উদয়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেজরিওয়াল। এ ছাড়া রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলসহ আরও রাজনৈতিক নেতাদের এই বিয়েতে শামিল হওয়ার কথা।

আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব আর অভিনেত্রী পরিণীতি চোপড়া রাজকীয়ভাবে বিয়ে করতে চলেছেন। দৈনিক ভাস্কর পত্রিকার খবর অনুযায়ী, তাঁদের বিয়ের থিম ‘পার্ল হোয়াইট’ রাখা হয়েছে। তাই বিয়ের সমগ্র সাজসজ্জায় সাদা রং ব্যবহার করা হচ্ছে। লীলা প্যালেসে রাঘব আর পরিণীতির বিয়ের আসর বসছে। জানা গেছে, কলকাতা, দিল্লি এমনকি বিদেশ থেকে বিশেষ ফুল আনানো হচ্ছে। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। রাঘব আর পরিণীতি দুজনেই পাঞ্জাবি। তাই পাঞ্জাবি রীতিনীতি মেনে তাঁদের বিয়ে হচ্ছে। এই জুটির বর-কনের লুক যাতে প্রকাশ্যে না আসে, তার জন্য কঠোর সাবধানতা নেওয়া হয়েছে।

জানা গেছে যে বিয়ের মেনুর দায়িত্বে আছেন পরির দুই ভাই সহজ আর শিবাঙ্গ। বিয়ের মেনুতে পাঞ্জাবি আর রাজস্থানি পদের বাহার থাকবে। এ ছাড়া ইতালিয়ান, ডিমসাম, মিষ্টির বাহারি আয়োজন রাখা হয়েছে তাঁদের বিয়েতে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে