ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

বললেন সৌরভ গাঙ্গুলী‘বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন’

২০২৩ জুন ১৩ ১৬:১৯:১৫
বললেন সৌরভ গাঙ্গুলী‘বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন’

রোহিত ভারতের অধিনায়কত্ব পান সৌরভ গাঙ্গুলী বিসিসিআই সভাপতি থাকার সময়ে। সেই সৌরভ এখনো অধিনায়ক রোহিতের ওপর ভরসা রাখছেন। ৫টি আইপিএল জেতা অধিনায়ক রোহিতের সমর্থনের কথা বলতে গিয়ে সৌরভ বলেছেন, বিশ্বকাপ জেতার চেয়েও আইপিএল জেতা কঠিন।

ভারত সর্বশেষ আইসিসি ট্রফি জেতে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। এরপর গত এক দশকে আইসিসির আর কোনো ট্রফি জিততে পারেনি দলটি। সব সংস্করণ মিলিয়ে এ সময়ে ভারত খেলেছে চারটি ফাইনাল। শুধু ফাইনাল নয়, গত ১০ বছরের মধ্যে ভারত হেরেছে চারটি সেমিফাইনালেও। সম্প্রতি রোহিতের ভারত হারল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। এর আগে রোহিতের অধিনায়কত্বে সর্বশেষ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারেনি ভারত।

সৌরভ গাঙ্গুলী অবশ্য এখনই আশা হারাচ্ছেন না, ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাক’–এ সৌরভ বলেছেন, ‘আমার রোহিতের ওপর পুরো ভরসা আছে। সে এবং ধোনি আইপিএলে ৫টি শিরোপা জিতেছে। আইপিএল জেতা বিশ্বকাপ জেতার চেয়েও কঠিন। কারণ, আইপিএলে ১৪ ম্যাচ খেলে আপনাকে প্লে অফে যেতে হয়। বিশ্বকাপে তো ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালে যাওয়া যায়। আইপিএলে চ্যাম্পিয়ন হতে ১৭ ম্যাচ খেলতে হয়।’

কোহলি-রোহিত নন, তরুণদের টি-টোয়েন্টি দলে চান শাস্ত্রীভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। এর কিছুদিন পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেয়। এরপর টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান কোহলি। তখন ভারতের তিন সংস্করণের দায়িত্বই ওঠে রোহিতের কাঁধে।

অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নানা রকম ‘অজুহাত’ দাঁড় করিয়েছেন রোহিত শর্মাঅস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারের কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নানা রকম ‘অজুহাত’ দাঁড় করিয়েছেন রোহিত শর্মাছবি : আইসিসিতখনকার বিসিসিআই সভাপতি সৌরভ বলছেন সেই মুহূর্তে অধিনায়ক হিসেবে রোহিতই সেরা বিকল্প ছিল, ‘বিরাট অধিনায়কত্ব ছাড়ার পর নির্বাচকদের একজন অধিনায়ক প্রয়োজন ছিল, ওই মুহূর্তে রোহিতই সেরা বিকল্প ছিল। সে ৫টি আইপিএল ট্রফি জিতেছে, আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। তাঁর অধীন ভারত এশিয়া কাপ জিতেছিল। সুতরাই রোহিতই সেরা বিকল্প ছিল। দুই বছর আগের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তো আমরা হেরেছিলাম। নির্বাচকেরা সঠিক মানুষটাকেই অধিনায়ক হিসেবে নির্বাচন করেছিল।

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর



রে