ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৩ অক্টোবর ২৩ ১৬:২২:০৪
শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

সোমবার (২৩ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমে গেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১২.৮৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৩৯ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১০০ কোটি ৮৫ লাখ টাকার ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৭ টি বা ২২.২৬ শতাংশের। আর দর কমেছে ৭৭ টি বা ২৫.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৫৭ টি বা ৫২.১৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ৩৯টির এবং পরিবর্তন হয়নি ৬৫টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৯১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে