ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

শেয়ারবাজারে উত্থান

২০২৩ অক্টোবর ২৫ ১৬:১৫:২৩
শেয়ারবাজারে উত্থান

বুধবার (২৫ অক্টোবর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১.৭২পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪০ কোটি ১০ লাখ টাকার বা ৮.৩৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১টি বা ২২.৩৩ শতাংশের। আর দর কমেছে ৬৮টি বা ২১.৩৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৯টি বা ৫৬.২৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪২ টির এবং পরিবর্তন হয়নি ৫০ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬০২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে