ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

ডিএসইতে লেনদেন ও সূচকের উত্থান, সিএসইতে পতন

২০২৩ অক্টোবর ৩১ ১৫:৪৭:২৭
ডিএসইতে লেনদেন ও সূচকের  উত্থান, সিএসইতে পতন

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্যসূচকের পাশাপাশি লেনদেনের উত্থান হয়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১.৫০ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ৫২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪৩ কোটি ৫৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৯ কোটি ৩২ লাখ টাকার ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩ টি বা ২৬.০২ শতাংশের। আর দর কমেছে ৬২ টি বা ১৯.৪৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৪ টি বা ৫৪.৫৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৩৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০ টির, কমেছে ৪৭ টির এবং পরিবর্তন হয়নি ৫২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৫৮৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে